বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

জীবনের স্টপেজ

ব্যস্ততার সাথে মানুষ দৌড়াতে দৌড়াতে একটা সময় এমন একটা স্টপেজ আসে যেখানে থমকে দাড়াতে হয় কিছু সময়ের জন্য।সেখানে দাড়িয়ে ক্ষনিকের জন্য কত পুরনো স্মৃতিগুলো রোমন্থন করতে চায়।কতই অদ্ভুত লাগে ভাবতে পুরনো সময়গুলো।যখন স্টপেজের স্থায়ীত্ব বিলুপ্ত হয়ে যায় ঘোর কেটে যায়।তখন সিগারেটের ধোয়া উড়িয়ে স্বান্তনা দিতে হয় নিজেকে।

ব্যস্ত শহরের বুকে সময় নেই কারো দিকে কারো তাকানোর।শহরের উচু উচু এপার্টমেন্টের ছোট ছোট রুমগুলোতে চলতে থাকে নিউটনের বিশাল বিশাল সূত্রের প্রতিপাদনের খেলা,বিশাল বিশাল ইন্ড্রাস্টির লভ্যাংশ অর্জনের প্রচেষ্টা।কেউ কেউ লিরিক্সের মাদকতায় গিটারের ছয় তারের সুরে ঝঙ্কার তোলে।কেউ বা মেকি ভালবাসার বলি হয়ে বালিশ ভিজিয়ে জীবনের ফুল স্টপ বসানোর চিন্তা করে।কেউ বা ফিফা গেমসে কিভাবে খেলোয়াড়ের দক্ষতা বাড়ানো যায় সেই চিন্তায় বিভোর হয়ে যায়।
জানি না এই শহরের বুকে কে ভাবে তার ব্যক্তিগত অনুভুতিগুলোকে  তার নিজের স্বত্তার রঙে রাঙিয়ে দেওয়া নিয়ে?

ব্যস্ততার এতই ক্ষমতা যে আজ কারও কারও জীবন থেকে সে সকাল,বিকাল কিংবা রাত যেকোন একটা সময় মুছে দিয়েছে।আসলে সময়ের সাথে মানুষগুলোয় না কেমন যেন ব্যস্ততার হাতের পুতুল হয়ে গেছে।সবাই পুরনো স্মৃতিগুলো হাতড়ানোর জন্য সেই থমকে যাওয়া স্টপেজের জন্য অপেক্ষায় থাকে।সময় ফুড়িয়ে যাচ্ছে।বেনসনের প্যাকেটের নিষ্পাপ সিগারেটগুলো ক্রমাগত অগ্নি স্ফুলিঙ্গ করে নিজের ক্রোধগুলো প্রকাশ করছে।সিগারেটের ক্রোধগুলোতে ব্যক্তিস্বত্তা আজ নিজের ক্রোধের বহিঃপ্রকাশ করছে।একটা সময় সিগারেট ফুড়িয়ে যায়।আর স্মৃতিগুলো সেই স্টপেজে যাওয়ার অপেক্ষায় দিন গুনতে থাকে।হয়ত নিয়তি ভালো থাকলে স্টপেজে যাওয়ার সুযোগ মেলে আর নয়ত সেই স্টপেজের ফুলস্টপে নিজের ইতি টানতে হয় স্মৃতিগুলোকে।